• পুলিশের তাড়া খেয়ে বাইকে ধাক্কা ট্রাক্টরের, ঘটনাস্থলেই মৃত্যু এক মহিলার, রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের দুর্গাপুর
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল  পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। পুলিশের তাড়া খেয়ে গতি বাড়ানোর ফলে ইঁট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে গিয়ে ধাক্কা মারে। এর জেরে বাইকে থাকা এক মহিলার মৃত্যু ঘটে। আহত হয়েছে বাইক চালক এবং একটি শিশু। এরপরই গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

     

    অস্থায়ী পুলিশের ক্যাম্পে ভাঙ্গচুর করা হয়। এরপরই রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। মৃত মহিলার নাম রনেত পারভিন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় নিউ স্টিল পার্কের শেখ সাবির তার স্ত্রী এবং শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। নিউ স্টিল পার্ক মোড় যাওয়ার জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

     

    তখনই ওই ট্রাক্টরটি প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মেরে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় শেখ সাবিরের স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শেখ সাবির এবং তার শিশু গুরুতর আহত। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ তাড়া করছিল ট্রাক্টরটিকে। সেজন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। তারা চাইছেন এই রাস্তা দিয়ে দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধ করা হোক। 
  • Link to this news (আজকাল)