• আদিবাসীদের আর কী দাবি-দাওয়া রয়েছে? জানতে নাগরাকাটার চা-বাগানে সভা রাজ্যের চার মন্ত্রীর ...
    আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
  • অতীশ সেন: রাজ্য সরকারের চার মন্ত্রী ভগতপুর চা বাগানে বিভিন্ন আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়ার কথা শুনলেন। আদিবাসী সমাজের উন্নয়নে বহু প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি সেই সব সুযোগ-সুবিধা সঠিকভাবে আদিবাসীরা পাচ্ছেন কি না তা জানাই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য। এছাড়াও তাদের আর কোনও সমস্যা বা দবি আছে কিনা শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানের ফুটবল মাঠে তা জানতে হাজির ছিলেন রাজ্যের চার মন্ত্রী। 

    আদিবাসী উন্নয়ন ও শ্রেনীকল্যান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক,  বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বিভিন্ন আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

    ওই সভায় মাহালি, লোহরা, ওরাওঁ, মুন্ডা, নায়েক, অসুর সহ মোট ১৩টি জনজাতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীদের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তাদের সামনে তুলে ধরেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। আদিবাসী সমাজের প্রতিনিধিদের কাছ থেকে সমস্যার কথা জানার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবেন বলে চার মন্ত্রীই তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার বিকেলে মিনগ্লাস চা বাগানেও এই ধরনের সভা হয়।

    বৈঠক শেষে বীরবাহা হাঁসদা জানান, বন্যপ্রাণী ও মানুষের সংঘাত ক্রমে বেড়েই চলেছে। এই প্রবণতা কমাতে মানুষকে সচেতন হতে হবে। সচেতনতার অভাবেই এমন ঘটনা ঘটছে। বনদপ্তরে কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি জানান।
  • Link to this news (আজকাল)