দুষ্প্রাপ্য জিনিস চুরির নেশা, তিন চোরের কাণ্ডে অবাক পুলিশ
আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের দুটি শতাব্দী প্রাচীর মন্দির থেকে মূর্তির গহনা-সহ পুজোর একাধিক দ্রব্যাদি চুরির অভিযোগে শুক্রবার রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা দুষ্প্রাপ্য জিনিস পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে। শনিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আদালতে পেশ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম বান্টি দাস, বিশ্বজিৎ বিশ্বাস এবং আনসার শেখ। এদের মধ্যে বান্টির বাড়ি জিয়াগঞ্জ থানার সুকান্তপল্লীর হাটপাড়া এলাকায় এবং বিশ্বজিৎ ও আনসারের বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদ থানার শালবাগান এবং রামদাসপুর এলাকায়।
পুলিশ সূত্রের খবর, দিন দু'য়েক আগে জিয়াগঞ্জের শ্মশান ঘাট সংলগ্ন একটি কালী মন্দির এবং ঠিক পাশেই একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির থেকে কিছু দুষ্কৃতী মূর্তির সমস্ত গয়না এবং মন্দিরের ভেতরে থাকা পুজোর জন্য ব্যবহৃত শতাব্দী প্রাচীন বাসনপত্র এবং অন্যান্য জিনিস রাতের অন্ধকারে চুরি করে নিয়ে চলে যায়।
ঘটনার তদন্ত করতে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে পুলিশ। এরপরেই জানতে পারা যায়, মন্দিরে এই চুরির ঘটনায় স্থানীয় একটি দুষ্প্রাপ্য জিনিস পাচার চক্রের যোগ রয়েছে। তারপর পুলিশি অভিযানে গতকাল রাতে গ্রেপ্তার হয় এই তিনজন। জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, 'মন্দিরের চুরির ঘটনায় মূর্তির গয়না-সহ যে সমস্ত জিনিস চুরি গিয়েছিল তার সবটাই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার হওয়া জিনিসের মধ্যে বেশ কিছু জিনিসের 'অ্যান্টিক ভ্যালু' খুব বেশি। ধৃতরা এই সমস্ত জিনিস অন্যত্র বিক্রি করার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি।'