ঝর্নার ধারে হেঁটে বেড়াচ্ছে 'জিনাত', সকলের নজর সেই দিকেই
আজকাল | ২১ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাঘিনী 'জিনাত'-এর গতিবিধি তদারকি করতে ইতিমধ্যেই বেলপাহাড়ি পৌঁছে গেছেন বিশেষজ্ঞদের একটি দল। বন দপ্তরের একটি সূত্র জানায়, সব মিলিয়ে এইমুহূর্তে বাঘের উপর নজরদারি করতে আটজন বিশেষজ্ঞ আছেন।
রাজ্য বনবিভাগের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রান) দেবল রায় জানান, 'বাঘিনীটি ময়ূরঝর্নার পাশে ফাঁকা একটি জায়গায় আছে। গলায় যে রেডিওকলার আছে তার থেকে স্যাটেলাইট-এর মাধ্যমে আমরা সিগন্যাল পাচ্ছি। একটানা কোথাও না থেকে চলফেরা করছে।'
ঝুঁকি এড়াতে এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। সেইসঙ্গে ময়ূরঝর্না, জবালা, ছুড়িমারা, মেনিয়ারডি-সহ এলাকার বিভিন্ন গ্রামে জারি করা হয়েছে চরম সতর্কতা। গ্রামগুলির লাগোয়া জঙ্গলে যেমন বাসিন্দাদের ঢুকতে নিষেধ করা হয়েছে তেমনি পোষ্যদেরও বাইরে ছাড়তে নিষেধ করা হয়েছে। ছাগল বা গরু দেখে যদি জিনাত আকৃষ্ট হয় সেই আশঙ্কা থেকেই এই নিষেধ করা হয়েছে বলে বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে।
পর্যটনের এই মরশুমে বিভিন্ন জায়গা থেকে এলাকার লজ বা হোমস্টেগুলিতে যে সমস্ত পর্যটকরা আছেন তাঁরা যাতে কেউ জঙ্গলে প্রবেশ না করেন সেবিষয়ে সতর্ক করা হয়েছে হোমস্টে এবং লজ কর্তৃপক্ষকে। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে প্রস্তুত আছে বন বিভাগের একটি দল। তৈরি জিনাতের জন্য খাঁচা।
এরপরেও ঝুঁকি এড়াতে ওড়ানো হচ্ছে ড্রোন। যার সাহায্যে দেখে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জঙ্গলে ঢুকেছে কিনা। বন দপ্তরের পাশাপাশি টহলদারি চালাচ্ছে পুলিশ।