• নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যান চলাচল বন্ধ দুর্গাপুর ব্রিজে
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ আলিপুরের কাছে ঝুপড়িতে শনিবার সন্ধ্যায় আগুন লেগে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলের ১৬টি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। দুর্গাপুর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে। 

    জানা যায়, নিউ আলিপুর রেল স্টেশনের কাছেই অবস্থিত ঝুপড়ির একটি বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন আশেপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে যায় দমকলের আরও ইঞ্জিন। গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দক্ষিণ কলকাতার সঙ্গে সংযোগরক্ষাকরী দুর্গাপুর ব্রিজে যান চলাচল ব্যাহত হয়। 

    আগুন লাগার খবর পেয়ে নিউ আলিপুরের সেনা ছাউনি থেকে জওয়ানরা বেরিয়ে আসেন। তাঁরা সকলেই আগুন নেভানোর কাজে সহায়তা করেন দমকলকে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

    যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বিপি পোদ্দার হাসপাতাল। আশেপাশে রয়েছে একাধিক আবাসন। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সে ব্যাপারে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। তবে অফিস ফেরত টাইমে দুর্গাপুর ব্রিজ দিয়ে সাময়িক যান চলাচল বন্ধ থাকার জন্য যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)