• মৌসুনি দ্বীপে দাউ দাউ করে জ্বলছে কটেজ, পালিয়ে বাঁচলেন পর্যটকরা
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • তিন মাসের মধ্যে দ্বিতীয়বার। ফের আগুনে পুড়ে ছাই মৌসুনি দ্বীপের কটেজ। শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। যদিও, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

    এ দিন বিকেল ৪টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় মানুষজন। কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাঠ দিয়ে তৈরি ঘর হওয়ার জন্য দাউ দাউ করে জ্বলতে থাকে কটেজটির বেশিরভাগ অংশ। অগ্নিকাণ্ডের ঘটনায় কটেজটির প্রায় ১১টির মতো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

    প্রশাসনের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও, কটেজ মালিক বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। কটেজে থাকা পর্যটকরা কোনওক্রমে আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেও মৌসুনি দ্বীপের একটি কটেজে আগুন লেগে যায়। কটেজের কিচেন, স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন ছড়িয়ে পড়ে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে যায়। 

    গত কয়েক বছরে পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে মৌসুনি দ্বীপ। ছেনাই নদী পার করে নামখানার এই পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন রাজ্যে বিভিন্ন প্রান্তের পর্যটকরা। ডিসেম্বরে পর্যটন মরশুমে দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা রয়েছে যথেষ্ট। এর পরেও দ্বীপের কটেজগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।

  • Link to this news (এই সময়)