• ঐতিহ্যবাহী পৌষমেলার অপেক্ষায় শান্তিনিকেতন, থাকছে না বাংলাদেশের স্টল
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • বাউল গান, একতারা, মেঠো সুর – সব মিলিয়ে চেনা ছন্দে ফিরছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। পূর্বপল্লির মাঠে আয়োজন শুরু হয়েছে মেলার। তবে, পৌষমেলায় এ বার থাকছে না বাংলাদেশের কোনও স্টল। পদ্মা পাড়ের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, লাঞ্ছনার একের পর এক অভিযোগ উঠে আসছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে মাঝেও প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সেই আবহে ‘আন্তর্জাতিক’ তকমা হারাচ্ছে পৌষমেলা।

    শান্তিনিকেতন ট্রাস্ট-এর সম্পাদক অনিল কোনার বলেন, ‘বর্তমানে বাংলাদেশে একটি অস্থিরতার পরিস্থিতি চলছে। যার জন্য সে দেশের কোনও স্টল আসেনি। এছাড়া নেপাল-ভুটানের স্টল এ বছরের মেলায় আসছে না। তার জন্য অবশ্যই খারাপ লাগা রয়েছে, কিন্তু তা মেনে নিতে হবে।’ তাঁর কথায়, প্রতিবেশী কোনও দেশের স্টল না থাকায় স্বাভাবিকভাবেই পৌষমেলা এ বছর আন্তর্জাতিক হতে পারল না। তবে যেহেতু পূর্বপল্লির মাঠে পৌষমেলা হচ্ছে, তাই সাধারণ মানুষ উপভোগ করবে। 

    পৌষমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভাণ্ডারী বলেন, ‘এটা দুঃখেরই খবর। বিদেশ থেকে যদি স্টল আসত, তাহলে আমরা খুশি হতাম। কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে বলেই হয়তো এটা হচ্ছে । পরিস্থিতি স্বাভাবিক হলে সকলের মঙ্গল।’

    ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে বন্ধ করা হয়েছিল পৌষমেলা। পরবর্তী বছরগুলিতে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্যের সংঘাত নতুন মাত্রা নেয়। পরপর তিন বছর পৌষমেলার আয়োজন করেনি বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। পাঁচ বছর বাদে পূর্বপল্লির মাঠে মেলার এ বার আয়োজন করতে চলেছে বিশ্বভারতী। ২৩ ডিসেম্বর মেলার সূচনা হবে। 

  • Link to this news (এই সময়)