• পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন: কত কিছু করেই রেকর্ড করা যায়। শিল্প কলা কৌশল এমন কিছু যা অন্যদের থেকে অনেকটাই আলাদা। এবার সেটাই করে দেখালেন কোন্নগরের বাসিন্দা বিভাস হালদারের ছেলে সৌম্যদ্বীপ হালদার। বল পেন দিয়ে পাস্তায় হরফ লিখে রেকর্ড গড়লেন কোন্নগরের তরুণ। নাম তুললেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বন্ধুদের সঙ্গে কাফেতে খেতে গিয়ে ভাবনা মাথায় আসে, সেই ভাবনা থেকে গোল গোল নলের মত পাস্তায় বল পেন দিয়ে হরফ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ে ফেললেন। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে মাস্টার্স করেছেন সৌমদ্বীপ। নেটের প্রস্তুতি চলছে তাঁর।

    কলেজে গিয়ে একদিন বন্ধুদের সঙ্গে মানিকতলা চত্বরে একটি কাফেতে খেতে যান সৌম্য। পাস্তা তার প্রিয় খাবার। সেখানে টেবিলে বসে বন্ধুদের সঙ্গে বিস্কুটে ছাপানো এমব্লেম নিয়ে কথা বলতে বলতে মাথায় আসে পাস্তায় যদি এমন এমব্লেম করা যায় কেমন হয়! সেই ভাবনা থেকেই বাড়িতে একদিন পাস্তায় লেখার চেষ্টা করেন। প্রথমে সফল না হলেও। বেশ কয়েক বার চেষ্টা করার পর সফল হন। সাত মিনিটি চুয়ান্ন সেকেন্ডে দশটি পাস্তার উপর লাল সবুজ কালির বল পেন দিয়ে নিজের পিরিয়ডিক টেবিল লিখে ফেলেন সৌম্যদ্বীপ। অক্টোবর মাসে সেই লেখা ইন্ডিয়া বুক অফ রেকডসে আবেদন করেন। নভেম্বরে জানতে পারেন তিনি মনোনীত হয়েছেন। সেই রেকর্ডস বাড়িতে এসে পৌঁছনোয় খুশি পরিবারের সবাই।

    সৌম্যদ্বীপের বাবা জানতেনই না ছেলের এই কীর্তির কথা। পুরষ্কার বাড়িতে আসার পর জানতে পারেন। সৌম্যদ্বীপ বলেন, 'আমি নিজে খেতে খুব ভালোবাসি। পাস্তা আমার প্রিয় খাবার। আর রসায়ন আমার প্রিয় বিষয়। সেই খাবার আর রয়াসনকে মিলিয়ে এই ধরনের একটা পরীক্ষানিরীক্ষা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে নাম তোলা। খুব ভাল লাগছে। এরপর এশিয়া বুক অব রেকর্ড এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্য কাজ পাঠানোর ইচ্ছা আছে।'

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)