• আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর 
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগে অশনি সংকেত সিকিম পর্যটনে। হঠাৎ ধসে বন্ধ হয়ে গেল উত্তর সিকিমের রাস্তা। ফলে গ্যাংটক থেকে লাচেন, লাচুন, চুংথাম যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ। এদিকে পাহাড়ের গত কয়েকদিনের তুষারপাতের জন্য অগ্রিম বুকিং বেড়ে গিয়েছিল সেখানকার হোটেলগুলিতে। এই ধসের ফলে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে চুংথাং-লাচেন রুটে রংমা রেঞ্জ এলাকায় হঠাৎ ধস নামায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। আটকে পড়েন বহু পর্যটক। তবে রাস্তাটি কিছুক্ষণের জন্য যান চলাচলের উপযুক্ত করে শুক্রবার সন্ধায় পর্যটকদের গ্যাংটকে ফিরিয়ে আনা হয়।

    কিন্তু পুনরায় রাস্তাকে আগের মত অবস্থায় আনতে প্রায় তিন সপ্তাহ লাগবে পারে বলে মনে করছে প্রশাসন। যার জন্য এই কদিন সিকিমের এই অঞ্চলে যাওয়া কার্যত বন্ধ। রাস্তা সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত যানবাহনের পারমিট বন্ধ রেখেছে মংগন জেলা প্রশাসন।

    দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০ ডিসেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল লাচেনের রাস্তা। তুষারপাত শুরুর খবর হতেই সেখানে নামে পর্যটকদের ঢল ।  কিন্তু এই ধসের জন্য উত্তর সিকিমের রাস্তা বন্ধ হওয়ায় হতাশা পর্যটকদের মধ্যে। এবছর অনেক আগের থেকেই উত্তর সিকিম ঘুরতে যাওয়ার যাদের পরিকল্পনা ছিল তাঁদের পরিকল্পনায় রীতিমতো জল ঢেলে দিল এই ধস।

    বিগত বছরগুলিতে একের পর এক ঘটনায় বিপর্যস্ত সিকিম। তিস্তার ভয়ানক বন্যা, অতিবৃষ্টি বা ধস বারে বারে সিকিম পর্যটন শিল্পে বাধার সৃষ্টি করেছে। কিন্তু গত কয়েক দিনের তুষারপাতে নতুন ভাবে উন্মাদনার সৃষ্টি করেছিল পর্যটনে। এই ধসের কারণে যা গোটা পর্যটন শিল্পে শোকের ছায়ায় ঢেকে দিল।
  • Link to this news (আজকাল)