মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপে ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গিয়েছে পর্যটনকেন্দ্রে থাকা কটেজগুলির বেশির ভাগই। কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন কটেজে থাকা পর্যটকেরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
শনিবার বিকেল ৪টা নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় মানুষ জন। কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাঠ দিয়ে তৈরি ঘর হওয়ার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। এই ঘটনায় কটেজে টির প্রায় ১১টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । কটেজে থাকা পর্যটকরা কোনক্রমে আগুন থেকে রক্ষা পেয়েছেন। তবে কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গত কয়েক মাস আগেও মৌসুনি দ্বীপের একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফের অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠেছে। অনেকের অভিযোগ, এই কটেজগুলিতে দমকলের কোনও ছাড়পত্র নেই। নেই কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও।