• ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্রদের চুলের ছাঁটে লাগাম পরাতে ক্ষৌরকারদের শরণাপন্ন পূর্ব বর্ধমানের একটি স্কুল কর্তৃপক্ষ। কিম্ভূতকিমাকার ছাঁট দিয়ে সেখানে আবার লাল, নীল বা বা বাদামি রং করিয়ে স্কুলে আসছে ছাত্ররা। ছাত্রদের এই চুল দেখে লজ্জায় রীতিমতো মুখ লুকাতে হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলির পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের। প্রতিকারের জন্য এবার রীতিমতো বৈঠক ডেকে ক্ষৌরকারদের শরণাপন্ন হলেন স্কুল কর্তৃপক্ষ। 

    গত বৃহস্পতিবার এই বৈঠকে ক্ষৌরকাররা ছাড়াও ছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। নতুন শিক্ষাবর্ষের প্রথমদিন থেকেই যাতে ছাত্রসুলভ চুল কেটে পড়ুয়ারা স্কুলে আসে, সেই সিদ্ধান্ত এদিনের সভায় নেওয়া হয়। ক্ষৌরকারদেরও অনুরোধ করা হয় ছাত্ররা যখন চুল ছাঁটতে যাবে তখন যেন তাঁরা সতর্ক থাকেন। ছাত্রদের এই 'বিসদৃশ' চুল কীভাবে শিক্ষকদের লজ্জায় ফেলে দিচ্ছে, সেই বিষয়টি এদিনের সভায় তুলে ধরা হয়। 

    সভায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সামন্ত এবং এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় ছাড়াও ছিলেন প্রায় দেড় হাজার অভিভাবক। ছিলেন ৩০ জনের কাছাকাছি ক্ষৌরকার। এভাবে ছাত্রদের চুলের ছাঁটে লাগাম পরানোর এই উদ্যোগ সাধুবাদ কুড়িয়েছে সকলের।
  • Link to this news (আজকাল)