তপসিয়ার পর নিউ-আলিপুর, কলকাতায় ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি
আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এবার আগুন লাগল নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালের কাছে দুর্গাপুর সেতুর নীচের ঝুপড়িতে। চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ছড়িয়ে পড়ছে আগুন। দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ব্যহত দুর্গাপুর সেতু দিয়ে যান চলাচল। বজবজ-হাওড়া শাখাতেও ট্রেন চলাচল থমকে গিয়েছে।
ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর সেতুর উপর থেকে জল দিচ্ছেন দমকলকর্মীরা। নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানরা জলের ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকলকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয়রাও।
ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এলাকার মানুষ সহ প্রসাশন আগুন নেভানোর চেষ্টা করছে।" কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, "নিশ্চয়ই শীতের হাত থেকে বাঁচতে মানুষ কিছু একটা করছে। সেটা আমাদের দেখতে হবে। না হলে কেন এরকম বারবার ঝুপড়িতে আগুন লাগছে? এটা সেনার জায়গা। বেআইনি ভাবে অনেকে থাকেন। কত জন থাকতেন বা কতগুলি ঝুপড়ি ছিল তার তথ্য নেই। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।" ফিরহাদ হাকিমের কথায়, "যা শুনলাম, ভেতরে কেউ ছিলেন না সেই সময়। কোনও হতাহতের খবর নেই বলেই আশা করছি।"
শুক্রবার দুপুরে তপসিয়ায় ঝুপড়িতে বিধ্বংসি আগুন লেগেছিল। ভস্মীভূত হয়ে যায় প্টিরায় দুশো ঝুপড়ি। তার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন।