তপসিয়ার পর এবার নিউ আলিপুর, ভস্মীভূত একাধিক ঝুপড়ি, অকুস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। তপসিয়ার পর এবার নিউ আলিপুর। আজ, শনিবার সন্ধ্যায় দুর্গা ব্রিজ সংলগ্ন ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ভস্মীভূত হয়ে গিয়েছে ওই এলাকার একাধিক ঝুপড়ি। আগুনের লেলিহান শিখা ঝুপড়িগুলির চারিদিকে ছড়িয়ে পড়েছে। গোটা এলাকা কালো ধোঁয়া ঢেকে গিয়েছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আসে আরও ১১টি ইঞ্জিন। মোট ১৬টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর জন্য নিরন্তর চেষ্টা করছেন দমকলকর্মীরা। তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয়রাও। অকুস্থলের কাছে সেনার ক্যাম্প থাকায় জওয়ানরাও আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছেন। মোতায়েন রয়েছে অ্যাম্বুলেন্সও। দমকল কর্মীদের অনুমান বস্তিতে প্রচুর দাহ্য সামগ্রী মজুত করা ছিল। তার জেরেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়েছেন ঝুপড়িতে বসবাসকারী মানুষরা। বর্তমানে দমকল, সেনা এবং পুলিসের পাশাপাশি অকুস্থলে উপস্থিত রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাসরা। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি। আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। অন্যদিকে, বর্তমানে অগ্নিকাণ্ডের জেরে দুর্গাপুর ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় ব্যাপক যানজট। এছাড়া শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে গতকাল অর্থাৎ শুক্রবার তপসিয়ার একাধিক ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই শহরবাসীদের চাঞ্চল্য ছড়িয়েছে।