• এবার অচেনা হয়ে যাবে চেনা হাওড়াই! পুরনো রেলসেতুর পাশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক কেবল ব্রিজ এবং...
    ২৪ ঘন্টা | ২২ ডিসেম্বর ২০২৪
  • দেবব্রত ঘোষ: বেনারস ব্রিজের পাশাপাশি হাওড়ায় তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ব্রিজ। চাঁদমারি ব্রিজ। কেবল টাইপ এই ব্রিজ তৈরি করছে পূর্ব রেল। খরচ হবে ২০০ কোটি টাকা।

    হাওড়া স্টেশনের কাছে রেললাইনের ওপর ১৯৩৩ সালে তৈরি হয়েছিলো চাঁদমারি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে গিয়েছে হাওড়া ময়দান থেকে বালির দিকে যাওয়া জিটি রোড।

    তবে ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য স্টেশনের ইয়ার্ডের কাছে রেল লাইন সম্প্রসারণ ও সম্পূর্ণ দৈর্ঘ্যের প্লাটফর্ম তৈরি করা জরুরি হয়ে পড়েছে। নতুন প্লাটফর্ম তৈরি করতে নতুন ব্রিজ তৈরি করা দরকার। ডি আর এম হাওড়া সঞ্জীব কুমার জানান, ২০১০-১১ সালে নতুন চাঁদমারি ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। গতবছর থেকে কাজ শুরু হয়েছে। এই ব্রিজটি কেবল টাইপ চার লেনের ব্রিজ। এটি বানাতে প্রচুর খরচ। জানা গিয়েছে, সম্পূর্ণ প্রকল্পের জন্য খরচ হবে দুশো কোটি টাকা!

    জানা গিয়েছে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এটি তৈরি হলে রেল লাইন সম্প্রসারণ ও পূর্ণ দৈর্ঘ্যের প্লাটফর্ম বানানো যাবে। রেল ট্রাকের জায়গা ৬০ মিটার থেকে বেড়ে ১৩৪ মিটার হয়ে যাবে। রেল ইয়ার্ডের রি-মডেলিং করা যাবে। এছাড়াও যাতায়াতের জন্য বিপুল সুবিধা হবে নতুন চাঁদমারি ব্রিজ তৈরি হলে।

  • Link to this news (২৪ ঘন্টা)