• বর্ধমান পুর উৎসব শুরু
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার বর্ধমান পুর উৎসব শুরু হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সুজিত বসু। অনুষ্ঠান শুরুর আগে শহরে বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। জনপ্রতিনিধি এবং শহরের সংস্কৃতিপ্রেমীরা পদযাত্রায় পা মেলান। ২৯ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিনই নামী শিল্পীরা অনুষ্ঠান করবেন। এছাড়া বর্ধমানের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বর্ধমান ইতিহাস এবং সংস্কৃতির শহর। এখানে নানা ইতিহাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। শহরে একটি মিউজিয়াম তৈরি হলে ভালো হয়। এছাড়া জলাশয়গুলি সাজিয়ে তোলা উচিত। রাজ্যের আর এক মন্ত্রী সুজিত বসু বলেন, এই বাংলা রবীন্দ্রনাথ নজরুল ইসলামের। এখানে বিভাজনের কোনও ঠাঁই নেই। সবাই মিলেমিশে এখানে অনুষ্ঠানে উৎসবে শামিল হয়। বর্ধমানও একটি সাংস্কৃতিক শহর। এই শহরের নানা ইতিহাস-পরম্পরা রয়েছে। বিধায়ক খোকন দাস বলেন, পুর উৎসবের জন্য শহরের মানুষ সারা বছর মুখিয়ে থাকেন। বর্ধমানে সারা বছরই নানা অনুষ্ঠান হয়। কিন্তু পুর উৎসব গুরুত্ব অন্যরকম। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, এই কয়েকটা দিন শহর উৎসবে মজে থাকে। শহরের শিল্পীরা তাঁদের দক্ষতার পরিচয় দেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক আয়েশা রানি এ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে উৎসবের প্রশংসা করেন।
  • Link to this news (বর্তমান)