বাংলার বাড়ি প্রাপকদের কাছে গিয়ে তুলে ধরতে হবে মুখ্যমন্ত্রীর কথা: মানস
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, মেদিনীপুর: বাংলার বাড়ি যে সব বাসিন্দা পেয়েছেন, তাঁদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরতে হবে। শনিবার সবংয়ে দলের এক সভায় কর্মীদের এমনই নির্দেশ দেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি নেতৃত্বকে বলেন, বাসিন্দাদের কছে গিয়ে বলতে হবে কেন্দ্রের বিজেপি সরকার তীব্র বিরোধিতা করার পরেও মুখ্যমন্ত্রী বাড়ি দিয়েছেন। পাশাপাশি যাঁরা এই পর্বে ঘর পাননি, তাঁদেরও আশ্বস্ত করতে বলেছেন। একই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সারা ব্লকজুড়ে তৃণমূল কংগ্রেস আগামী ২০২৫ সালকে নির্বাচনী বছর হিসেবে পালন করবে। সারা বছর ধরে নেওয়া হবে বিভিন্ন কর্মসূচি। তিনি জানুয়ারি মাসে বুথ সম্মেলন শেষ করার নির্দেশ দেন। ফেব্রুয়ারি মাসে করতে হবে ব্লক সম্মেলন। দলের পরিচালনায় ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতা করাতে হবে। মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি প্রচার আকারে মানুষের কাছে তুলে ধরার কথাও তিনি বলেন। ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, এদিন ব্লক তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব, শাখা সংগঠন ও জনপ্রতিনিধিদের সভায় ডাকা হয়েছিল। চার ঘণ্টা ধরে সভা চলে। সভায় গত লোকসভা নির্বাচনের পর এখনও পর্যন্ত কোথায় দলের পরিস্থিতি কেমন, তা নেতৃত্বকে তুলে ধরতে হয়।