ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে শাহের মন্তব্যের প্রতিবাদে কলেজে বিক্ষোভ
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, তেহট্ট: শনিবার তেহট্ট থানার বেতাই ডঃ বিআর আম্বেদকর কলেজে বিক্ষোভ দেখাল দলমত নির্বিশেষে ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীরা। তাঁদের অভিযোগ, ডঃ বিআর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তা কুরুচিকর। সেই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। এই কারণে এদিন কলেজে বিক্ষোভ দেখান তাঁরা।
কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজ শুরু হতেই ছাত্রছাত্রীরা অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভে শামিল হন অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা। তাঁরা কলেজের ভিতরে ডঃ বিআর আম্বেদকরের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ প্রথমে কলেজের ভিতর হয়। পরে কলেজের মূল গেট আটকে বাইরে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই মণীষীর নামাঙ্কিত এই কলেজে এলাকার পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীরা বেশি পড়াশুনা করে। তাঁর নামে কুরুচিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যে মন্তব্য করেছেন তাতে তাঁর মনুবাদ ও উগ্র হিন্দুত্ব ধরা পড়েছে। তাঁকে এই মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
কলেজের অধ্যাপক প্রহ্লাদ বিশ্বাস বলেন, আধুনিক ভারতের রূপকার ডঃ বিআর আম্বেদকরের প্রতি যে বিদ্বেষ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন তা নাগরিক হিসাবে মানা যায় না। ভারতের সংবিধান মেনে তাঁরা রাষ্ট্র শাসন না করে মনু সংহিতা মেনে রাষ্ট্র শাসন করবেন বলে আম্বেদকরকে অসম্মানিত করেছেন।