নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ১০বছরের বালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হল প্রতিবেশী তথা পাড়াতুতো দাদু। মেদিনীপুর পকসো আদালত মঙ্গল মাণ্ডি নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। বিচারক আশুতোষ সরকার মঙ্গলের ২০বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নির্যাতিতাকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার নির্দেশ দেন বিচারক। ২০২২ সালের ১৭ এপ্রিল ডেবরা থানা এলাকায় এঘটনা ঘটে। বছর দশেকের ওই বালিকা তার দিদিমার সঙ্গেই থাকত। অভাবের মধ্যেই তাদের জীবন কাটত। তার দিদিমা রোজই মাঠে কাজ করতে যেতেন। সেসময় ওই মেয়েটি বাড়িতেই থাকত। ওইদিন দিদিমা মাঠে যাওয়ার পর মঙ্গল ঘরে ঢুকে ওই মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি দিদিমাকে পুরো ঘটনা জানায়। রক্তপাত হওয়ায় ওই বালিকাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরদিন অভিযোগের ভিত্তিতে পুলিস মঙ্গলকে গ্রেপ্তার করে। ঘটনার কয়েকমাসের মধ্যে পুলিস চার্জশিট দেয়। এরপর চার্জ গঠন করা হয়। একইসঙ্গে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। শুক্রবার মঙ্গলকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শনিবার সাজা ঘোষণা করা হয়। সরকারি আইনজীবী স্বর্ণেন্দু পরিয়াল বলেন, ২০ বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও একমাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।