• চন্দ্রকোণায় কিশোরীর শ্লীলতাহানিতে গ্রেপ্তার এক যুবক
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করল চন্দ্রকোণা থানার পুলিস। ধৃত সৌমেন ঘোষের বাড়ি ওই থানারই ইকবালপুরে। ঘাটাল আদালতের সরকারি আইনজীবী দিলীপকুমার দাস বলেন, ওই যুবককে পকসো মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


    পুলিস জানিয়েছে, ক্ষীরপাই শহরের এক কিশোরীকে সৌমেন বহুদিন ধরে উত্ত্যক্ত করত। সম্প্রতি ওই যুবক কোনওভাবে কিশোরীর একটি নগ্ন ছবি জোগাড় করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। শুক্রবার কিশোরী রাস্তায় বের হলে তার শ্লীলতাহানিও করে বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)