সংবাদদাতা, কাঁথি: এগরায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। শুক্রবার এগরা-১ ব্লকের জুমকির খগেশ্বর সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল। ১২টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এই জয়ে তৃণমূল শিবির উজ্জীবিত। জুমকি সমবায় সমিতিতে ৫৮০জন ভোটার আছে। ভোট পড়ে ৫২৬টি। পুলিস বাহিনীর উপস্থিতিতে ভোটপর্ব চলে। সন্ধ্যায় ফল প্রকাশিত হলে দেখা যায়, বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল সবক’টি আসনে জয়ী হয়েছে। যদিও জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। পঞ্চায়েত সমিতির তিনটি আসন তৃণমূলেরই দখলে। লোকসভা নির্বাচনে এলাকায় এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সমবায়ের ক্ষমতা ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নেমেছিল তৃণমূল। তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, মানুষ যে বিজেপির পাশে নেই, এই জয় তার প্রমাণ। আমরা ভোটার ও প্রার্থীদের অভিনন্দন জানিয়েছি। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদক তন্ময় হাজরা বলেন, নির্বাচনে পরাজয় দলে সেভাবে প্রভাব ফেলবে না।