• আড়ষার সিরকাবাইদ পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল  
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: আড়ষা ব্লকের সিরকাবাইদ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল কংগ্রেস। শনিবার প্রধান নির্বাচন ছিল। ভোটাভুটি ছাড়াই উপস্থিত সব সদস্যের সমর্থনে নতুন প্রধান নির্বাচিত হন সন্তোষ রাজোয়াড়। তিনি এর আগে উপপ্রধানের দায়িত্বে ছিলেন। প্রধান নির্বাচনকে ঘিরে কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 


    প্রসঙ্গত, সিরকাবাইদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান মঞ্জুরুল আনসারি সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কিছুদিনের জন্য উপপ্রধান দায়িত্ব সামলালেও নতুন করে প্রধান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে প্রশাসন। শনিবার প্রধান নির্বাচন ছিল। ওই গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন সদস্যের মধ্যে ১৮ জন এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে প্রধান পদে সন্তোষবাবুকে সমর্থন করেন। তাই আর ভোটাভুটি হয়নি। 


    গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, উপস্থিত ১৮ জনের মধ্যে আটজন তৃণমূল কংগ্রেসের, বিজেপির তিনজন, তিনজন নির্দল সদস্য, কংগ্রেসের দু’জন এবং ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের একজন করে সদস্য উপস্থিত ছিলেন। নতুন প্রধান সন্তোষবাবু বলেন, এর আগে উপপ্রধান হিসেবে সাধারণ মানুষের কাজ করেছি। এবার আরও বড় দায়িত্ব। সাধারণ মানুষের পরিষেবাতেই গুরুত্ব দেওয়া হবে। এদিন প্রধান নির্বাচনের পর সেখানে পৌঁছন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত। তিনি বলেন, আগে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসেরই প্রধান ছিল। ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে মঞ্জুরুল আনসারি পদত্যাগ করেন। তারপরে এদিন নতুন প্রধান নির্বাচনের দিন ছিল। নির্বিঘ্নে প্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধান পদে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অন্য কেউ লড়াই করেননি। উপস্থিত সকলে তৃণমূল প্রার্থীকেই সমর্থন জানিয়েছেন। প্রধান সবাইকে নিয়ে একসঙ্গে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন এটাই আশা রাখি। 
  • Link to this news (বর্তমান)