সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়া সদরে জমি দিতে না পারলে কেন্দ্রীয় বিদ্যালয় বিষ্ণুপুরে নিয়ে চলে আসব। শনিবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এমনই হুঁশিয়ারি দেন। এদিন বিষ্ণুপুরে দলের অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, চারবছর আগেই বাঁকুড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় মঞ্জুর হয়েছে। কিন্তু, রাজ্য প্রশাসন তার জন্য জমি দেয়নি। বাঁকুড়ায় যদি জমি দিতে না পারে আমি তা বিষ্ণুপুরে সরিয়ে নিয়ে চলে আসব। বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারের অনেক জমি রয়েছে। সেখানেই হবে কেন্দ্রীয় বিদ্যালয়।
এপ্রসঙ্গে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বাঁকুড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় মঞ্জুর হয়েছে কি না জানা নেই। যদি তা হয়েই থাকে বাঁকুড়া স্টেশনের পাশে কেন্দ্রীয় সরকারের অনেক জমি রয়েছে। সেখানে করতে পারত। বিজেপি নেতাদের কথার কোনও ভিত্তি নেই। আমরা বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় করেছি। বিজেপি গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে। ১০০দিনের কাজ কেড়ে নিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তা দিয়েছেন। বিজেপি দিতে জানে না। শুধু অধিকার কাড়তে জানে।