• ২৬ জানুয়ারি দিল্লির কুচকাওয়াজে অংশ নেবেন বলরামপুরের নাটুয়ারা 
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: ২৬ জানুয়ারি দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণের ডাক পেল বলরামপুরের পাঁড়দা গ্রামের নাটুয়া নাচের দল। দিল্লি রওনা দেওয়ার আগে ওই দলের শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২৬ জানুয়ারির প্রায় একমাস আগেই ওই দলটি দিল্লির উদ্দেশে রওনা দেবে।


    বলরামপুরের পাঁড়দা গ্রাম নাটুয়া নাচের জন্য বিখ্যাত। এই গ্রামেরই এক নাটুয়া নৃত্যদল এবার দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছে। ওই দলের নেতা নাটুয়া শিল্পী বীরেন কালিন্দী বলেন, দিল্লির সঙ্গীত-নাটক অ্যাকাডেমির তরফে ১০ ডিসেম্বর আমাদের কাছে চিঠি আসে। তারপরই প্রস্তুতি শুরু হয়। ১০০জন নাটুয়া শিল্পী ওইদিন নাচ পরিবেশন করবেন। বলরামপুর ছাড়াও বান্দোয়ান, বরাবাজার, পুরুলিয়া, পুঞ্চা, জয়পুর থেকেও নাটোয়া শিল্পীদের আনা হয়েছে। তা না হলে ১০০ জনের টিম তৈরি করা সম্ভব ছিল না। তিনি আরও বলেন, ২৬ ডিসেম্বর পুরুলিয়া থেকে টিম রওনা দেবে। পরদিন দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। তারপর ২৬ জানুয়ারির আগে পর্যন্ত প্রতিদিন মহড়া হবে। একমাস ধরে মহড়ার পরই আমরা মূল অনুষ্ঠানে অংশ নিতে পারব। বীরেনবাবু জানালেন, এর আগে ২০১৩ সালে ছৌ নাচের শিল্পী হিসেবে দিল্লিতে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার নাটুয়াশিল্পী হিসেবে ডাক পেয়েছেন। তিনি বলেন, ওইদিন দিল্লিতে অনুষ্ঠানে অংশ নিতে পারার আনন্দটাই আলাদা। পুরুলিয়ায় ছৌ শিল্পীদের পাশাপাশি নাটুয়া নাচের শিল্পীরাও যে কম যান না-তা প্রমাণ করার তাগিদ রয়েছে শিল্পীদের। নাটুয়া শিল্পীরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জয়পুরের বাসিন্দা তথা ওই নাটুয়া দলের অপর সদস্য অমূল্য মাহাত বলেন, এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করেছি। তবে সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে যাওয়ার সুযোগ এবারই প্রথম পেয়েছি। এটা আমার কাছে গর্বের বিষয়। পুরুলিয়ার সংস্কৃতি দিল্লির রাজপথে তুলে ধরতে পারব। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না। 
  • Link to this news (বর্তমান)