• আরামবাগে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন গয়েশপুর স্পোর্টিং ক্লাব অ্যাকাডেমি
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার আরামবাগের তিরোল পঞ্চায়েতের উদ্যোগে কন্যাশ্রী কাপের মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়। এদিন তিরোল হাই স্কুলের মাঠে ওই প্রতিযোগিতায় চারটি মহিলাদের টিম অংশ নেয়। তিরোল পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম বলেন, নদীয়া, হাওড়া, হুগলি প্রভৃতি জেলা থেকে মহিলাদের টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় গয়েশপুর স্পোর্টিং ক্লাব অ্যাকাডেমি নদীয়া নবদ্বীপ ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে পরাজিত করেছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে আর্থিক পুরস্কারের পাশাপাশি ট্রফি দেওয়া হয়। এদিন এই প্রতিযোগিতায় ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী প্রমুখ।
  • Link to this news (বর্তমান)