বাঁকুড়ায় বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার বাঁকুড়া শহরের একটি বহুতল আবাসনের ছাদ থেকে নীচে পড়ে ছাত্রীর মৃত্যু হল। এদিন বিকেলে শহরের প্রতাপবাগান এলাকায় ঘটনাটি ঘটে। বছর তেরোর ওই ছাত্রী শহরের একটি গার্লস হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচতলার ওই আবাসনের দ্বিতীয় তলে ছাত্রীটি বাবা-মায়ের সঙ্গে থাকত। এদিন বিকেলে ছাদে মেলা জামাকাপড় তুলে আনার জন্য তার মা ছাত্রীটিকে বলে। কার্নিশে পড়ে যাওয়া পোশাক তুলতে গিয়ে কোনওভাবে ওই ছাত্রী আবাসনের সামনের রাস্তায় পড়ে যায়।