• কৃষ্ণনগরে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে ৩০জন বাসযাত্রী জখম
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগরের তারা মা মোড়ের কাছে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বাসের প্রায় ৩০জন যাত্রী জখম হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। ডাম্পারটি কলকাতার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। বাসটি রং রুটে আসায় তারা মা মোড়ের কাছে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। জখম বাস যাত্রীদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে পুলিস আটক করেছে।


    বাসযাত্রী শর্মিলা সাঁতরা বলেন, আমি হাসপাতালে কাজ করি। ভালুকা থেকে আসছিলাম। এদিন বাসটি অন্য দিকে ঘুরে আসছিল। ডাম্পারটি সরাসরি বাসে ধাক্কা মারে। পুলিস জানিয়েছে, বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)