• পুরুলিয়ায় ১০টিরও বেশি ব্লকে সংখ্যালঘু সেলের সভাপতি বদল
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: দলের সংগঠনের কাজে গতি আনতে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলকে ঢেলে সাজা হল। ১০টির বেশি ব্লকে সভাপতি পদে পুরনোদের বদল করে যুবকদের আনা হয়েছে। জেলা কমিটিতেও পরিবর্তন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। শনিবার রঘুনাথপুর তৃণমূল দলীয় কার্যালয় থেকে নব নিযুক্ত জেলা কমিটি ও ব্লক কমিটির সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হুসেন আনসারি নবনিযুক্ত সভাপতিদের হাতে‌ শংসাপত্র তুলে দেন।


    দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা কমিটিতে সভাপতি সহ ৩৭জন সদস্য রয়েছেন। এছাড়া ব্লক কমিটি ও জেলার তিনটি পুরসভা এলাকার শহর কমিটিতে সভাপতি ও সহ-সভাপতিদের নাম রয়েছে। সাদ্দাম সাহেব বলেন, সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের অনুমোদনক্রমে কমিটি ঘোষণা করা হয়েছে। যোগ্য কর্মীদের আনা হয়েছে জেলা কমিটিতে। অনেকে ভাবেন সংখ্যালঘু মানে শুধুই মুসলিম। তা কিন্তু নয়। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই সংখ্যালঘু। তাই কমিটিতে সংখ্যালঘু সমস্ত ধর্মের মানুষকে রাখা হয়েছে। সাঁতুড়ি, রঘুনাথপুর শহর, রঘুনাথপুর ১ ও ২ ব্লক, পাড়া, মানবাজার-১ জয়পুর, ঝালদা-২ ব্লকগুলিতে নতুন মুখ আনা হয়েছে। ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে নতুন কমিটি সংগঠনের কাজে নামবে।
  • Link to this news (বর্তমান)