• সরকারি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ লাহুতাড়ার সাদিপুরে
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে। করণদিঘি ব্লকের লাহুতাড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের সাদিপুর গ্ৰামে প্রায় একবিঘা জমির মাটি কেটে পাচারের অভিযোগ উঠেছে। দিনেই আর্থমুভার দিয়ে মাটি কেটে ট্রাক্টরে ভরে করণদিঘির বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে এই অবৈধ কারবার চললেও মাফিয়াদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পাননি। মাটিভর্তি ট্রাক্টর চলাচলে গ্ৰামের ঢালাই রাস্তাও ভেঙে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার কয়েকজন ভূমিদপ্তরে সরকারি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। করণদিঘি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুমিত ভট্টাচার্য বলেন, অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  


    সাদিপুরের বাসিন্দা মহম্মদ জাহাঙ্গির জানান, গ্ৰামে প্রায় ১ বিঘা খাসজমি পড়ে রয়েছে। এলাকার মানুষ সেই জমিতে গোরু, ছাগল বেঁধে রাখেন। মাটি মাফিয়াদের নজরে পড়েছে সেই সরকারি জমি। দিনেই আর্থমুভার দিয়ে গর্ত করে মাটি নিয়ে চলে যাচ্ছে মাফিয়ারা। 


    মহম্মদ জাহাঙ্গিরের কথায়, মাফিয়াদের দৌরাত্ম্যে প্রথমে ভয়ে কিছু বলতে চাননি গ্রামের মানুষ। পরে প্রতিবাদ করলে উল্টে গ্রামের মানুষকেই হুমকি দেয় মাফিয়ারা। মাটি পাচার রুখতে গ্রামের মানুষ ভূমিদপ্তরের দ্বারস্থ হয়েছেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)