• বিজেপি নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার রাতে বিজেপির এসসি মোর্চার নেতা সাধন দাসের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা জড়ো হতেই শূন্যে গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা গ্রামের দাসপাড়ায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। রাজনৈতিক উদ্দেশ্যে ভয় দেখাতেই এই কাণ্ড বলে দাবি বিজেপির। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তাদের। যদিও ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল। ঘটনাটিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাধন সিতাই বিধানসভার ৪ নম্বর মণ্ডলের এসসি মোর্চার সাধারণ সম্পাদক। উপ নির্বাচনের সময় তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। সাধন বলেন, ব্যক্তিগতভাবে কারও সঙ্গেই শত্রুতা আমার নেই। বিজেপি করার জন্য অনেকবার আমার উপর চাপ তৈরি করেছিল তৃণমূল। এদিন রাতে বাইকে চেপে একদল দুষ্কৃতী আমার বাড়ির সামনে এসে বোমা ছোড়ে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা চলে এলে শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। হয়তো ভয় দেখানোর জন্যই আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। 


    ওই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য রবীন্দ্রচন্দ্র রায় বলেন, রাজনৈতিক কারণেই বোমাবাজির ঘটনা ঘটেছে। আমাদের দলের নেতাকে ভয় দেখাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা ও গুলি চালায়। তৃণমূলের পুঁটিমারি-২ অঞ্চল সভাপতি শামসুল হক বলেন, বোমা ফাটানোর ঘটনা শুনেছি। এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই। বিজেপি নেতারা নিজেরাই বাড়ির সামনে বোমা ফাটিয়ে তৃণমূলকে দোষারোপ করছে। 
  • Link to this news (বর্তমান)