• মা উড়ালপুল থেকে সোজা নীচে পড়লেন বাইক চালক-আরোহী, শহরে বেপরোয়া গতির বলি ২
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • রবিবার সকালে শহরে বেপরোয়া গতির বলি ২। এ দিন মা উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হয় বাইক চালক এবং আরোহীর। মৃতদের নাম দানিস আলম (১৯) এবং আনিস রানা (১৮)। তাঁরা বউবাজারের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুই জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের উপর  গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায় বাইকটি। চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় হেলমেট ছিল না। উঁচু থেকে পড়ার কারণে দুই জনেই গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের কথায়, বাইক সমেত দুই জনে উড়ালপুল থেকে নীচে পড়ে যান। 

    কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে? তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উড়ালপুলের মোড়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও আরও বিস্তারিতভাবে কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

    প্রসঙ্গত, পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। হেলমেট পরা নিয়ে সচেতন করা হচ্ছে প্রতিনিয়ত। গতির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনের তরফে সচেতন করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একাধিক ক্ষেত্রে উঠে আসে অসচেতনতার চিত্র। 

  • Link to this news (এই সময়)