• ট্যাঙ্কার উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল ভোজ্য তেল, রাতে অবরুদ্ধ জাতীয় সড়ক
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • রাস্তার মধ্যে উল্টে গেল ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার। শনিবার রাতে বিপত্তি ১১৬ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, হলদিয়া থেকে নন্দকুমারের ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে ভোজ্য তেল বোঝাই একটি ট্যাঙ্কার যাওয়ার সময় ভবানীপুর থানার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে স্ট্রিট লাইটে ধাক্কা দেয়। এরপর ট্যাঙ্কারটি উল্টে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে তেল। 

    এ দিকে শনিবার বৃষ্টির কারণে রাস্তা এমনিতেই পিচ্ছিল ছিল। তেল এবং বৃষ্টির জল মিলে রীতিমতো বিপজ্জনক হয়ে ওঠে রাস্তা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। জাতীয় সড়কের এক দিকের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ তেলের ট্যাঙ্কারটি উদ্ধার করেছে পুলিশ। রাতে ওই তেল পড়া রাস্তায় যাতে অন্যান্য গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনা না ঘটে সেই জন্য বেশ কিছুক্ষণ যানচল বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কের একটি দিকে।

    রাতে ট্রাক যাতায়াত অপেক্ষাকৃত বেশি হওয়ার কারণে ব্যস্ততা থাকে সংশ্লিষ্ট রাস্তায়। রাস্তার একটি দিক বন্ধ থাকার কারণে সমস্যা বাড়ে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়েছিল ওই তেলের ট্যাঙ্কারটি। বর্তমানে অবশ্য যানচলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই রাস্তায় স্বাভাবিকভাবে যানচলাচল করছে। ওই তেলের ট্যাঙ্কারের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই দুর্ঘটনার সময়ে ট্যাঙ্কারটির গতি কত ছিল? সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)