• তাপমাত্রা কমলেও থিতু হবে না, বড়দিনে শীতের আমেজে ভাটা
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: দিনভর মেঘলা আকাশ, সঙ্গে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি। শনিবার সকাল থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া ছিল এমনই। তাতে সর্বনিম্ন তাপমাত্রা একরাতে বেড়ে গেল প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। তবু মেঘলা আবহাওয়া, আর মাঝেমধ্যে দমকা হাওয়ায় ঠান্ডার অনুভূতি টের পাওয়া গেল ভালোমতোই। কারণ, ‘ছদ্ম শীত’।

    আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। তবে আকাশ সারাদিনই মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কমে হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস।

    সন্ধের পর থেকে আর বৃষ্টি হয়নি। আকাশ খানিক পরিষ্কার হয়েছে। রাতে হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার আর বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে পারদ খানিকটা নামবে। তবে দুঃসংবাদ হলো, এই ঠান্ডার আমেজ থিতু হবে না মোটেই। ফলে বড়দিনের মহানগরে শীতের আমেজ সে ভাবে না–থাকার সম্ভাবনাই বেশি বলে জানাচ্ছেন আবহবিদরা।

    তার কারণ হিসেবে আবহবিদরা বলছেন, পশ্চিমি ঝঞ্ঝার দাপট। শীত কবে ফের স্বমহিমায় ফিরবে, তার কোনও দিনক্ষণ এখনই জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক বাড়লেও ঝঞ্ঝার গেরো কাটলে পারা পতন হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি না হলেও পুরো বাংলা জুড়েই বাড়বে কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে ভোরের দৃশ্যমানতা কমবে অনেকটাই।

    তার ফলে রেল এবং বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। আজ রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আবহবিদরা জানাচ্ছেন, দিন দুয়েক বাদে আবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত পশ্চিমি ঝঞ্ঝা কবে বিদায় নেবে, তার জন্য অপেক্ষায় বঙ্গবাসী।

  • Link to this news (এই সময়)