এই সময়: কালীঘাট মন্দিরের সদর ঘাট ও রাস্তা ঢেলে সাজবে কলকাতা পুরসভা। মন্দিরের এক নম্বর গেটে সদর ঘাটের যাওয়ার রাস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে শহর কলকাতার সূচনা পর্ব। তাই ঐতিহাসিক রাস্তাটিকে সাজিয়ে তুলতে কলকাতা পুরসভার মেয়রের কাছে আবেদন জানান ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায়।
মেয়র ফিরহাদ হাকিম তাঁকে জানিয়েছেন, সদর ঘাট ও মন্দির থেকে ঘাটে যাওয়ার রাস্তা সারিয়ে এবং সাজিয়ে দেবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা বছর তিনেক ধরে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়নের কাজ করছে। স্কাইওয়াক–সহ পুরো মন্দিরের সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে।
প্রবীর জানান, মন্দিরের দুই এবং তিন নম্বর গেটের সৌন্দর্যায়নের কাজ দেখতে ভিড় বাড়ছে। তাঁর অভিযোগ, কিছু বেআইনি দখলদারের জন্য এই সৌন্দর্যায়ন উপভোগ করতে দর্শনার্থীদের অসুবিধা হচ্ছে। পুরসভা টাকা খরচ করেই এই সৌন্দর্যায়নের কাজ করেছে। তাই এটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করলে পুরো কাজটাই নষ্ট হয়ে যেতে পারে বলেও তিনি দাবি করেন।
মেয়র ফিরহাদ হাকিম তাঁকে জানান, মন্দিরের পুরো কাজ শেষ হয়ে গেলে আর এই সমস্যা থাকবে না। ওখান থেকে বোইনি দখলদারি সরানোর জন্য কালীঘাট থানাকেও জানানো হবে। পুরসভা সূ্ত্রে খবর, যাঁরা কালীঘাটের দুই ও তিন নম্বর গেটের পাশে এখনও হকারি করছেন, তাঁরা পুরসভা নিয়ন্ত্রিত টাউন ভেন্ডিং কমিটির নথিভুক্ত সদস্য নন। তাই তাঁদের সেখান থেকে সরানো হবে।
প্রবীর আরও জানান, মন্দিরের এক নম্বর গেট থেকে সদর ঘাটে যাওয়ার রাস্তা ভাঙা অবস্থায় পড়ে আছে দীর্ঘ দিন। এই রাস্তা দিয়েই মন্দির প্রতিষ্ঠার পর থেকে ঋষি, মুণিরা ঘাটে যেতেন। কলকাতার সূচনা পর্বেও মন্দিরে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করা হতো। এখানেই রয়েছে মাদার টেরিজ়ার নির্মল হৃদয় হাসপাতাল। ফলে এই রাস্তা অনেক বিদেশিরও গন্তব্য।
তিনি দাবি করেন, এই রাস্তাটি সারানোর ব্যবস্থা করুক পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, কালীঘাট মন্দিরের ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে বিশেষ ভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাাট মন্দির সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ চলছে। রাজ্য সরকারও টাকা দিয়েছে। শুধু সদর ঘাটে যাওয়ার রাস্তাই নয়, সদর ঘাটকেও সারিয়ে দেবে পুরসভা।