• কোথায় শীত! বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো ঠান্ডা? রইল আপডেট
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষদিকে গায়েব কনকনে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যদিও গত দু'দিনে হালকা বৃষ্টিতে বাতাসে শিরশিরানি অনুভূত হয়েছে। আগামী সপ্তাহে বড়দিন। কেমন থাকবে বাংলার আবহাওয়া? 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরের দু'দিনে ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে, তারপর আবার কমবে। 

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকালে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকবে। বর্তমানে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে উত্তুরে হাওয়া আপাতত বাধাপ্রাপ্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। নিম্নচাপের জেরে শুক্রবার ও শনিবার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরলেই রাজ্যে ফের হু হু করে নামবে তাপমাত্রার পারদ।
  • Link to this news (আজকাল)