• ফের বেপরোয়া গতির বলি শহরে, মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু দুই যুবকের
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকালে খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। ফের মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা। মৃত্যু হল দুই যুবকের। মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। 

    পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, দানিস আলম এবং অনিশ রানা। ১৮ বছর বয়সি দানিস এবং ১৯ বছর বয়সি অনিশ বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দানিস। সঙ্গে ছিলেন অনিশ। একজনের মাথায় হেলমেট থাকলেও, অন্যজন হেলমেট পরে ছিলেন না। বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরেই ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে যান তাঁরা। 

    ফ্লাইওভার থেকে নীচে পড়ার পর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা ছুটে আসেন। দু'জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তাঁরা। 

    পুলিশ আরও জানিয়েছে, দুই যুবক চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসছিলেন। পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলে একটি বাঁকে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। এরপর বাইক নিয়ে নীচে পড়ে যান দু'জনে। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক আরোহী।
  • Link to this news (আজকাল)