• মা উড়ালপুল থেকে নীচে পড়ল বাইক, মৃত ২
    দৈনিক স্টেটসম্যান | ২২ ডিসেম্বর ২০২৪
  • মা উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইকটি। আর সেই কারণে উড়ালপুল থেকে ছিটকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মা উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মীদের দাবি, দুই বাইক আরোহীর একজনের মাথায় হেলমেট ছিল না।

    পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনীশ রানা। দানিসের বয়স ১৮ এবং অনীশের বয়স ১৯। তাঁরা উত্তর কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন। ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরোয় দুই বন্ধু।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজন একটি বাইক নিয়ে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসছিলেন। পরমা আইল্যান্ডের কাছে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। বেপরোয়া গতির কারণে দু’জনেই ছিটকে নীচে পড়ে যান। ঘটনাস্থলে ছুটে আসেন তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশ।

    ওই দুই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দানিস, সঙ্গে ছিল অনীশ। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও, আরোহীর মাথা ফাঁকা ছিল। সেই কারণে অত উঁচু থেকে পড়া মাত্রই মৃত্যু হয় তাঁদের

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকটি বেপরোয়া গতিতে চলছিল। সেই কারণে পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলে থাকা বাঁকে ধাক্কা মারে সেটি।  উড়ালপুলের মোড়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও আরও বিস্তারিতভাবে কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)