ফের রাজ্যে টাকা উদ্ধার। এ বার হাওড়া শালিমার স্টেশনে এক ব্যক্তির থেকে প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হলো। কোথা থেকে এই অর্থ এল, তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি, জানা গিয়েছে এমনটাই।
রবিবার পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস শালিমার স্টেশনে এসে পৌঁছনোর পর বিনয় কুমার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ার পর তল্লাশি নেওয়া হয়। তখনই তাঁর থেকে উদ্ধার হয় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা। জিআরপি সূত্রে খবর, শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাঁর কাছে ছিল একটি ব্যাগও। তা খুলে দেখাতে বলা হলে তিনি প্রথমে থতমত খেয়ে যান এবং তা দেখাতে রাজি হননি।
এর পর জিআরপি ব্যাগটির তল্লাশি করলে প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার করে। এত টাকা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি বা টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন তার সদুত্তর দিতে পারেননি। এর পর তাঁকে আটক করে সালিমার জিআরপি নিয়ে যাওয়া হয়। এই টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
জিআরপি জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, চলতি বছর নভেম্বর মাসে হাওড়া স্টেশনে হরিশ কুমার বর্মা নামে এক ব্যক্তির থেকে লক্ষাধিক মূল্যের সোনা এবং রুপোর মূর্তি উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় হরিশ কুমার বর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছিল জিআরপি।