• অর্জুন–ঘনিষ্ঠের বাড়িতে পুলিশ, অশান্তিতে ধৃত ২
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, ভাটপাড়া: পুরোনো একটি মামলার নোটিস দিতেই শনিবার সন্ধ্যায় ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল ভাটপাড়ায়। এ দিনের অভিযান ঘিরে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের পরিবারের লোকজন–সহ তাঁর ঘনিষ্ঠরা।

    পুলিশের কাজে বাধা দেওয়া ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে প্রিয়াঙ্গুর দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ এবং ভাটপাড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের একটি পুরোনো মামলায় শনিবার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গুর বাড়িতে হানা দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা আধিকারিকরা। সঙ্গে ভাটপাড়া থানার পুলিশও ছিল।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং পিপিপি মডেলে একটি প্রকল্পের চুক্তি করেছিলেন। প্রিয়াঙ্গুর সম্পত্তিতে এই প্রকল্পটি হবে বলেই প্রাক্তন চেয়ারম্যান চুক্তি করেন। কিন্তু এখনও পর্যন্ত সেই সম্পত্তির অংশ ভাটপাড়া পুরসভা পায়নি। সেই কারণেই এদিন পুলিশ নোটিস দিতে যায়। এ দিন সন্ধ্যায় প্রিয়াঙ্গুর বাড়িতে পুলিশ গেলে তাঁর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে বচসায় জড়ান। খবর পেয়ে চলে আসেন অর্জুন সিং। এর পরেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্গুর ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজন।

    অর্জুন বলেন, ‘প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন। পুলিশ নোটিস দেখাতে পারেনি। প্রয়োজন হলে পুলিশ প্রিয়াঙ্গুকে থানায় ডেকে পাঠায় পারত। তা না করে ওর বাড়িতে আগাম না জানিয়ে পুলিশ হানা দিয়েছে।’ প্রিয়াঙ্গু বলেন, ‘আমাকে এর আগে খুনের চক্রান্ত করা হয়েছিল। বিজেপি করার অপরাধে এ দিন পুলিশ নোটিস দেওয়ার নাম করে অভিযান চালায়।’ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘প্রিয়াঙ্গু পাণ্ডে চুক্তি মতো ৩০ শতাংশ সম্পত্তি এখনও পর্যন্ত পুরসভাকে হস্তান্তর করেননি। সেই কারণেই পুলিশ নোটিস দিতে এসেছিল। বিষয়টি সম্পূর্ণ পুলিশ প্রশাসনের এক্তিয়ার।’

  • Link to this news (এই সময়)