হামরো পার্টি ভেঙে নতুন দল! ভোটের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত...
আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা ভোটের ঠিক আগেই পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। জিএনএলএফ ভেঙে ২০২১-এর ২৫ নভেম্বর মিরিকে পথ চলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। চমকপ্রদ ভাবে ১ বছরের মধ্যেই ২০২২ দার্জিলিং পুরসভা দখল করে তারা। পরবর্তীকালে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। আর সেই হামরো পার্টি গতকালই ভেঙে দেওয়া হয়।
গতকাল রাতে এই বিষয়ে অজয়ের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক নেতাদের একসঙ্গে দেখা গিয়েছে। আজ থেকে নয়া পার্টি শুরু হতে চলছে বলে খবর রাজনৈতিক মহলে । কী নামে পথচলা শুরু করছে নতুন রাজনৈতিক দল? জোর জল্পনা তা নিয়ে। নতুন দলের নাম জানা গেল রবিবার দুপুরেই। নতুন দল 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি।'
শনিবার সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। দার্জিলিংয়ের জিমখানা হলে রবিবার আত্মপ্রকাশ করল নয়া পার্টি। পাহাড়ের গোর্খা ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
এই নতুন দলে থাকছেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া এনবি খাওয়াশ, জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং। থাকতে পারেন কার্শিয়ংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। এই নিয়ে অজয় এডওয়ার্ড জানিয়েছেন , ‘বিজেপি, তৃণমূল, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম, জিএনএলএফের একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন নতুন দলে । আগামী সপ্তাহেই নতুন দলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।‘
মুলত পাহাড়ের মানুষের সার্বিক বিভিন্ন দাবির কথা বলা হলেও, শুধুমাত্র পাহাড় নিয়ে উন্নতি মূলক কাজই নয়া দলের মূল লক্ষ্য, নাকি নতুন দলের প্রধান দাবীতে গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্যের কথা থাকবে তা এখনও স্পষ্ট নয়।