• আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যেন উৎসবের আবহ। সাড়ম্বরে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠিত হচ্ছে বেলুড় মঠে। সকাল থেকে পুজো, যজ্ঞ শুরু হয়েছে। দূরদূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বেলুড় মঠ। 

    রবিবার ভোর ৪:৪৫ মিনিটে শ্রী শ্রী সারদা মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে অনুষ্ঠানের। দিনভর নানা অনুষ্ঠানে সুসজ্জিত থাকছে বেলুড় মঠ। একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, মাতৃ সংগীত শ্রী শ্রী মায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজন। অন্যদিকে বেলুড় মঠে থাকছে প্রসাদালয়ে প্রসাদ বিতরণ। আজ সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মদিবসের পরিসমাপ্তি হবে। 

    সারদা দেবীর জন্মতিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে হুগলির জয়রামবাটি-কামারপুকুরেও। সেখানেও আজ সকাল থেকে ভক্তদের ভিড় রয়েছে।
  • Link to this news (আজকাল)