সানাইয়ের সুরে আজই শুরু হচ্ছে পৌষমেলা, বিশেষ আকর্ষণ বন্দিদের অনুষ্ঠান
প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৪
দেব গোস্বামী, বোলপুর: ঐতিহ্য মেনেই এবছর শান্তিনিকেতনে পরিবেশ বান্ধব পৌষমেলা আয়োজনে বদ্ধপরিকর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে চূড়ান্ত বৈঠকে সারা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত উদ্যোগ। আজ অর্থাৎ রবিবার সন্ধ্যায় উদ্বোধন। এবারের আকর্ষণ প্রেসিডেন্সির সংশোধনাগারের আবাসিকদের বিশেষ অনুষ্ঠান।
২০১৯ সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবিবার অর্থাৎ আজই রাত নটায় গৌর প্রাঙ্গনে বৈতালিক ও শান্তিনিকেতন গৃহে সানাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে শতাব্দী প্রাচীন শান্তিনিকেতনের পৌষ উৎসব এবং পৌষমেলা। যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলার পুলিশ প্রশাসন, স্থানীয় হস্তশিল্পী ও বোলপুরের ব্যবসায়ী সমিতি। ইতিমধ্যেই কড়া নজরদারির পাশাপাশি পর্যটক টানতে সবরকম সুব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার হয়েছে শেষ মুহূর্তে বৈঠক। বিশ্বভারতীর উপাচার্যের সভাকক্ষের যৌথ বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন, সভাধিপতি কাজল শেখ, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ মেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।