• বড়দিনে রেভপার্টি? বিপুল মাদক-সহ ধৃত ২, সাফল্য কলকাতা পুলিশের
    প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: বড়দিন, বর্ষবরণের উৎসবের সময় রেভপার্টি? বড়সড় ছক বানচাল করল কলকাতা পুলিশ। আজ রবিবার ভোরবেলা দক্ষিণ কলকাতায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স শাখার আধিকারিকরা। বিপুল পরিমাণে মাদক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দুই জায়গায় এই অভিযান হয়।

    এদিন ভোরবেলা পঞ্চসায়র, নয়াবাদ এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। মহম্মদ পারভেজ নামে বছর সাতাশের এক যুবককে ১০ তলার ওই ফ্ল্যাটে পাওয়া যায়। সেই ফ্ল্যাটে তল্লাশি চালাতে হতবাক হয়ে যান তদন্তকারীরা। ওই ফ্ল্যাট থেকে ১৩.৫০ গ্রাম মডিএমএ ট্যাবলেট, ৫.৬১০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে প্রায় দুই কেজি গাঁজাও। পুলিশের আরও একট দল বাইপাসের ধারের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে হানা দেয়। সেখানে প্রসেনজিৎ রায় নামে এক ব্যক্তিকে ধরে চলে তল্লাশি। তার থেকেও ১.৪১ গ্রাম মডিএমএ ট্যাবলেট পাওয়া গিয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)