• শোভাবাজারে মেট্রোয় লাইনে পড়ে গেলেন যাত্রী, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে বিঘ্নিত পরিষেবা
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৪
  • ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। রবিবার শোভাবাজার স্টেশনে মেট্রোর লাইনে পড়ে যান এক যাত্রী। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো লাইনে পরিষেবা ব্যাহত হয়। দমদম এবং সেন্ট্রালের মাঝে আধ ঘণ্টার কাছাকাছি মেট্রো পরিষেবা বন্ধ ছিল। ওই সেকশনে মেট্রো চলাচল চালু হলেও পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লাগে।

    মেট্রো সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে ১৩ মিনিট নাগাদ শোভাবাজারে ডাউন লাইনে হঠাৎই পড়ে যান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মেট্রোর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ রয়েছে। তবে, দুর্ঘটনার জেরে প্রায় আধ ঘন্টার কাছাকাছি ব্যাহত হয় পরিষেবা।

    দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী লাইনে পরিষেবা বিঘ্নিত হয়। দমদম এবং সেন্ট্রালের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। বড়দিনের আগে রবিবার মেট্রোয় যাত্রীর চাপ ছিল ভালোই। পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা।

    প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে এসপ্ল্যানেড স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। প্রায় আধ ঘণ্টার জন্য পরিষেবা ব্যাহত হয়। এর আগে গত ১৪ অক্টোবর শোভাবাজার স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। মেট্রোয় আত্মহত্যা রোধে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হলেও গত দুই মাসে পরপর একই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

  • Link to this news (এই সময়)