• শালিমার স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই মিলল লক্ষ লক্ষ টাকা! জিআরপির হাতে আটক হাওড়ার যুবক
    আনন্দবাজার | ২২ ডিসেম্বর ২০২৪
  • হাওড়ার শালিমার রেলস্টেশন থেকে প্রচুর নগদ অর্থ-সহ এক যাত্রীকে আটক করল জিআরপি। জানা গিয়েছে, ওই ব্যক্তি পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ছিলেন। শনিবার সকালে ট্রেন থেকে শালিমার স্টেশনে নামেন তিনি। তার পর তাঁকে আটক করা হয়েছে।

    রেল সূত্রে খবর, অভিযুক্তের নাম বিনয় কুমার। হাওড়ার পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা। কিন্তু এত পরিমাণ নগদ অর্থ তিনি কোথা থেকে পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি। তার পরেই তাঁকে আটক করা হয়। বিনয়ের কাছে দুরন্ত এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট মিলেছে।

    অভিযুক্তকে আটক করা প্রসঙ্গে জিআরপি জানিয়েছে, সকালে ট্রেন থেকে নামার পর তিন নম্বর প্ল্যাটফর্মে ইতস্তত ভাবে ঘোরাফেরা করছিলেন এক জন যুবক। তখন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর ব্যাগে কী রয়েছে দেখাতে বলায় যুবক কথা বলতে চাননি। এর পর যুবকের নাম-ধাম জানতে চাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাতে। কিন্তু টাকার উৎস এবং সেই সম্পর্কিত কোনও কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেনি। তদন্তের স্বার্থে ওই টাকা বাজেয়াপ্ত করা হয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)