• ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নদীর চরে গরু চড়াতে গিয়ে গন্ডারের মুখোমুখি হলেন এক ব্যক্তি। গন্ডারের হানায় গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলঢাকা নদীর চরে। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম কালাতু রায়। বয়স ৬০ বছর। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

    স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে গরু চড়াতে জলঢাকা নদীর চরে গিয়েছিলেন কালাতু। চরে থাকা শুকনো কাশ বনের ভেতর থেকে গন্ডারটি হামলা চালায় তাঁর উপর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির গলায় এবং মুখে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য পরে কালাতুকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।

    জঙ্গল লাগোয়া জলঢাকা নদীর চরে প্রায়শই বন্যপ্রাণীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শীতকালে জঙ্গলের ভিতরের আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বন্যপশুরা রোদের আলো এবং খাবারের জন্য লোকালয়ে ঢুকে পড়ে। রবিবারের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রতিদিন এই পানবাড়ি জলঢাকা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ নিজেদের গবাদি পশু পালনে নদীর চরে গিয়ে থাকেন। সকাল থেকে বিকাল পর্যন্ত গবাদি পশুগুলি নদীর চরেই থাকে এবং সেগুলিকে দেখাশুনা করতে সঙ্গে লোক থাকে। গন্ডার ছাড়াও হাতি, বাইসনের আনাগোনা রয়েছে এই এলাকায়। লাটাগুড়ির জঙ্গল থেকেই বন্যপশুরা এলাকায় ঢুকে পড়ে বলে স্থানীয়দের দাবি। এলাকায় বনদপ্তরের নজরদারির দাবি জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)