• বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
  • অতীশ সেন: পর্যটনের মরসুমে বনদপ্তরের নির্দেশে মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের।  বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে থাকা সমস্ত হোটেল, হোমস্টে, রেঁস্তোরা বন্ধের নোটিশ জারি করেছিল বনদপ্তর। জাতীয় গ্রীন ট্রাইবুনালের নির্দেশকে উল্লেখ করে বনদপ্তরের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে সমস্ত ব্যবসায়ীদের কাজকর্ম বন্ধ করার নোটিশ লাগানো হয়েছিল। এই নোটিশ ঘিরে এলাকায় তুমুল হইচই শুরু হয়। রবিবার সকাল থেকেই বনদপ্তরের লাগানো সেই নোটিশ উঁধাও হয়ে যায়। বনদপ্তরের পক্ষ থেকে লিখিত ভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রে খবর, পর্যটন ব্যবসায়ীদের সমস্যার কথা ভেবে প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বনদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। তবে এই বিষয়ে বনদপ্তরের কোনও আধিকারিক মন্তব্য করেননি। 

    রাজাভাতখাওয়াতে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের মূল ফটকে বাংলা এবং ইংরাজী দুই ভাষাতেই হোটেল, রিসর্ট, হোমস্টে এবং রেস্তোরাঁ বন্ধের নোটিশ লাগিয়েছিল বনদপ্তর। আদালতের নির্দেশ উল্লেখ করে ওই নোটিশে বক্সাতে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুমোদনহীন বলে উল্লেখ করা হয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিলস, ২০২২ সালে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের ভিতরে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দাখিল হয়েছে। সেই মামলাতেই ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্রীন ট্রাইবুনালের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল। ৩০ নভেম্বরের পর এই মামলায় স্থগিতাদেশের সীমা আর না বৃদ্ধি পাওয়ায় গ্রীন ট্রাইবুনালের পূর্ববর্তী নির্দেশ মেনে বনদপ্তর পুনরায় হোটেল, হোমস্টে বন্ধের নোটিশ লাগিয়েছিল। উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৩ ডিসেম্বর। 

    পর্যটনের ভরা মরসুমে বক্সার জঙ্গলের ভিতরে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম বন্ধের বনদপ্তরের নির্দেশের জেরে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। এই সময় বুকিং বাতিলের জেরে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা। জয়ন্তী, সান্তালাবাড়ি, রায়মাটাং, লেপচাখা ও বক্সা ফোর্ট-সহ এই এলাকায় প্রায় ১৫০টি হোটেল ও হোমস্টে রয়েছে। পর্যটন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা। 
  • Link to this news (আজকাল)