আজকাল ওয়েবডেস্ক: ফের ব্যাহত মেট্রো পরিষেবা। রবিবার শোভাবাজার মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। এর ফলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী পরিষেবা সাময়িক ভাবে বিঘ্নিত হয়। প্রায় আধ ঘণ্টা পর পরিষেবা ফের চালু হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ছুটির দিনে ভোগান্তি যাত্রীদের।
মেট্রো সূত্রে খবর, রবিবার বিকেলে ৪৭-৪৮ বছর বয়সী এক ব্যক্তি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন। ঝাঁপ দেওয়ার খবর জানার পরেই তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। স্টেশন চত্বর খালি করে দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার জানান, রবিবার শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে মধ্যবয়স্ক এক ব্যক্তি ঝাঁপ দেন। বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ ফের চালু করা হয়েছে পরিষেবা।
গত ১১ ডিসেম্বর এসপ্ল্যানেড স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। প্রায় আধ ঘণ্টার জন্য পরিষেবা ব্যাহত হয়। এর আগে গত ১৪ অক্টোবর শোভাবাজার স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন একজন।