• শহরে ফের অগ্নিকাণ্ড, টালিগঞ্জে বাড়িতে আগুন, দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড। টালিগঞ্জের রিজেন্ট কলোনির একটি বসতবাড়িতে আগুন লাগে। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের দু'টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    দমকল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় রিজেন্ট কলোনির একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। দমকলকর্মীরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিক। ঠিক কী কারণে আগুন তা এখনও জানা সম্ভব হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের ভিতরে প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপ পড়ে গিয়েই ঘরে থাকা কাপড়ে আগুন লেগে যা নিমেষে ছড়িয়ে যায়। এলাকাবাসীদের সহযোগিতায় দমকল অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আসে।

    শহরে একের পর এক অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে। শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচে থাকা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি না ঘটলেও প্রচুর সম্পত্তিহানি হয়েছে। এর আগের দিন অর্থাৎ শুক্রবারও আগুন লাগে তপসিয়ার একটি বস্তিতে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২০০টি ঝুপড়ি।
  • Link to this news (আজকাল)