নতুন প্রজন্মের উৎসাহ কম, সময়ের সঙ্গে কি হারিয়ে যাবে বো ব্যারাকের বড়দিনের আমেজ!
আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বছরের এই সময়টিতেই আলোকিত হয়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বো ব্যারাক। যাকজমক করে ক্রিসমাস পালন হয়ে এখানে। শহরবাসীর কাছে অন্যতম আকর্ষকেন্দ্র। কিন্তু ক্রমহ্রাসমান অ্যাংলো-ইন্ডিয়ান জনসংখ্যা এবং নতুন প্রজন্মের ক্রিসমাসের ঐতিহ্যের প্রতি অনীহার ফলে উৎসবটির অস্তিত্ব সঙ্কটের কারণ হয়ে উঠছে।
বো ব্যারাকের দীর্ঘদিনের বাসিন্দা সিলভেস্টার লিয়াও এ বিষয়ে বলেন, ''তরুণ প্রজন্ম ভাল সুযোগের সন্ধানে ভারত ছেড়ে চলে যাচ্ছে। এখানে সুযোগ সীমিত, তাই আমাদের সন্তানের দেশে পাকাপাকি ভাবে থেকে যাচ্ছে।'' এর পরেও প্রতিবছর পরিবারের সাথে ক্রিসমাস উদযাপন করেন সিলভেস্টার। তিনি বলেন, "দিনের শেষে আমরা ভারতীয়। দেশের সকলে যেমন অন্য উৎসব পালন করে, আমরাও তেমনই আমরা ক্রিসমাস উদযাপন করি।"
মাইকেল একজন পেশাদার রাধুনি। ক্রিসমাসের ঐতিহ্যের প্রতি কমতে থাকা আগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমার ছেলে ক্রিসমাস উদযাপনে বিশেষ আগ্রহী বলে মনে হয় না। আমাদের পরবর্তী প্রজন্ম কতদূর এটিকে এগিয়ে নিয়ে যাবে তা জানা নেই।''
অন্যদিকে, ক্রিস্টোফার সিং যদিও আশাবাদী। তিনি জানান কীভাবে তাঁর পরিবারের সদস্যরা বড়দিনের সময় দেশে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে থাকে। তিনি বলেন, ''কেউ কেউ উৎসাহ হারাতে পারেন। কিন্তু উৎসবের মাধুর্য বজায় থাকবেই।'' ক্রিস্টোফার এ দেশে সর্বধর্মের সহাবস্থানের কথাও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বিপদে সকলে এক সঙ্গে চলি।
বো ব্যারাকের আপাতত উৎসবে মেতে উঠলেও অ্যাংলো-ইন্ডিয়ানরা একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। প্রশ্ন থেকেই যায়, তাঁদের এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হাত ধরে বিকশিত হবে নাকি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাবে।