• পথ আটকে অসভ্যতা! দশম শ্রেণির ছাত্রীকে চুম্বনে গ্রেপ্তার শিক্ষক
    প্রতিদিন | ২৩ ডিসেম্বর ২০২৪
  • সৌরভ মাজি, বর্ধমান: দুপুরে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। পথ আটকে মাঝ রাস্তায় তাকে চুম্বনের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। মেমারি থানার এলাকার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। তাকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হলে ৩ জানুয়ারি অবধি বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক বর্ষা বনসল আগরওয়াল।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম মিঠুন শিকদার। তিনি মেমারি থানার আমবাগান এলাকার বাসিন্দা। অভিযোগ, টিউশন পড়ে হেঁটে বাড়ি ফিরছিল বছর ষোলোর ওই ছাত্রী। সেই সময় মিঠুন পথ আটকে তাকে চুম্বন করেন। ভয় পেয়ে ছাত্রী বাড়িতে চলে আসে। পড়ুয়ার পরিবারের লোকজনকে ঘটনাটি জানাতেই তাঁরা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পাওয়ার পর গৃহশিক্ষককে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করতে সিজেএমকে নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক। এর আগে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। তা নিয়ে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে ঝামেলায় হয় তাঁর। এবার ছাত্রীকে চুম্বনের অভিযোগ উঠল। 
  • Link to this news (প্রতিদিন)